আজ ২৮শে মার্চ, ২০২৪, সন্ধ্যা ৭:৪১

দেবিদ্বারে গণডাকাতি বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

গণ ডাকাতি বন্ধে মানববন্ধন করেছে কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনা উপজেলার চার গ্রামবাসী।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার-চান্দিনা সীমান্তবর্তী সাহারপাড় স্টেশনে কুটুম্বপুর,মীরগঞ্জ, সাহারপাড়,সূর্যপুর এলাকার শত শত মানুষ ওই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন যাবৎ ওই চার গ্রামে পরপর ডাকাতি সংঘটিত হচ্ছে।ডাকাত চক্রের ভয়ে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাকাতির সময় ডাকাত দল সাধারণ মানুষের কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে।

তারা আরো বলেন,ডাকাতি করার সময় লোকজন টের পেয়ে বাধা দিতে আসলে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে ওই গ্রামের ৭/৮ জন লোককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বক্তারা দাবি করে বলেন,ভানী ইউনিয়নের ওই গ্রামগুলো দেবিদ্বার সদর থেকে অনেকটা দূরে।ওই গ্রামে পুলিশ পৌছতে অনেক সময় লাগে।পুলিশ পৌছার আগেই ডাকাতি কিংবা দুর্ঘটনা ঘটে। এমতাবস্থায় সাহারপাড় গ্রামে পুলিশ ক্যাম্প করার দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে মো.মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জালাল উদ্দিন, হানিফ খান,গোফরানুল কারিম,আউয়াল মেম্বার,শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদার, মো.ছফিউল্লাহ,ফরিদ মেম্বার,সৈয়দ মোশাররফ হোসেন,আজহারুল ইসলাম, হারুন অর রশিদসহ চার গ্রামের লোকজন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১