আজ ৩রা ডিসেম্বর, ২০২৪, রাত ১১:৫১

দেবিদ্বারে আনারস প্রতীকের দুই সমর্থকের মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেবিদ্বারে আনারস প্রতীকের দুই সমর্থকের মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা পুড়িয়ে দিয়েছে আনারস প্রতীকের দুই সমর্থকের মটরসাইকেল ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৭ টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট গ্রামে ওই সময় উপজেলা ছাত্রলীগ নেতার আরো একটি মটরসাইকেলসহ টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

থানায় দাখিলী অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় ২৯ মে আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেল (৪১), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আসিফ বিন লতিফ (২৬) ও ছাত্রলীগ নেতা মোঃ নাছিম (২৬) এর নেতৃত্বে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদের আনারস প্রতীকের সমর্থনে শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলার বনকুট গ্রামে গন সংযোগ চালাচ্ছিলেন। ওই সময় প্রতীপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থকরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাথারীভাবে কিল ঘুষি ও লাথি মারিয়া তাদের আহত করেন।

আনারস প্রতীকের অপর সমর্থক মোঃ রমজান (৩০) ও মোঃ রাজীব (২২) তাদের সহকর্মীদের বাচাঁতে আসলে নিজেরাও প্রতিপক্ষের লোকজনদের হামলার স্বীকার হয় ওই সময় হামলাকারীরা গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের ব্যবহৃত ১৩৫ সিসি হিরো সুপার স্পেন্ডা মটরসাইকেল ও মোঃ উবাদুল্লাহর ১৫০ সিসি জিকসার মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আসিফ বিন লতিফের ১৫০ সিসি জিকসার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল বলেন আমরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুনুর রশিদের আনারস প্রতীকের প্রচারনা চালানোর সময় প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা পিস্তল ছুরি রামদা রড ও লাঠিসোট নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদেকে মারধর করে এবং আমাদের দুইটি মটরসাইকেল পুড়িয়ে দেয় এছাড়া আরেকটি মটরসাকেলসহ সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ নয়ন মিয়া জানান দুই পক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করেছে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১