আজ ১৯শে মে, ২০২৪, রাত ১১:৩০

দাগনভূঞা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

দাগনভূঞা প্রতিনিধি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা এবং উপস্থিত সকলে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


মোমারিজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বলাকাত উল্যাহ মিলন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকারকর্মী কামরুল ইসলাম ক্লাইভ, ইউপি সদস্য রবিউল হক রবি, ইউপি সদস্য নজরুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি উল্যাহ। উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, সাবেক সহ-সভাপতি রহিম উল্যাহ বাবুল, সহ-সভাপতি আহমেদ হিমেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোঃ হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ ইকবাল, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসাইন টিপু, প্রেসক্লাব সদস্য আলা উদ্দিন আল হাসান, তবারক হোসেন সোহেল।

জাহাঙ্গীর আলম, এম.এ আরাফাত ভূঁঞা, সহযোগী সদস্য কামরুল ইসলাম, মোঃ শাহ আলম ও রিপোর্টার্স ইউনিটির সদস্য জিয়াউল হক পিন্টু প্রমুখ। এসময় মনমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল, ঐক্যবদ্ধভাবে দাগনভূঞা প্রেসক্লাবকে এগিয়ে নেওয়া এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আন্তরিক ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১