আজ ৭ই নভেম্বর, ২০২৪, সকাল ৭:৩৪

দাগনভূঞায় ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ওয়াই-ফাই সংযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগের আওতায় সিমসহ রাউটার সংযোগ পেল উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার (২৩ মে) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা’র কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ওয়াই-ফাই সিস্টেম ইন্টারনেট সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলরুবা লাইলী, সহকারী শিক্ষা কর্মকর্তা জি.এম নাহিদুল হাসান সহ সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে সহজ, উপভোগ্য ও আনন্দময় করে তুলতে সরকারের এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওয়াই-ফাই সিস্টেম ইন্টারনেট সংযোগের ফলে ছাত্র-ছাত্রীরা প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে ক্লাস সহ মাল্টিমিডিয়া বিষয়ে ভিডিও দেখানোসহ পড়াশোনায় আকৃষ্ট হবে।এতে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা ও মননশীলতা বৃদ্ধি পাবে। শিক্ষকরা বিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম দ্রুত ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি জানান, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যেন এপস তৈরি করাসহ কম্পিউটার প্রোগ্রামিং এর সহজবোধ্য বিষয়গুলো শিখতে পারে সেই জন্য সরকারের এই উদ্যোগ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলরুবা লাইলী বলেন, এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে।

জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার শীলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতে ছাত্র-ছাত্রীরা যেমন অনলাইনে ক্লাস সহ নানা সুবিধা পাবে, তেমনি আমরা অনলাইনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করাসহ অফিসিয়াল নানা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করতে পারব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৯টি বিদ্যালয়ে এ ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগের আওতায় সিমসহ রাউটার সংযোগ পেয়েছেন।

জানাগেছে, সরকারের এই কার্যক্রম বাস্তবায়ন করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০