আজ ১৮ই মে, ২০২৪, সন্ধ্যা ৭:০২

দাগনভূঞায় স্বাস্থ্য কর্মকর্তাকে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হল রুমে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী ডেন্টাল সার্জন ডাঃ শিহাব উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ রফিকুস সালেহীন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ফেনী বিএমএ সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস। ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা।


আরও বক্তব্য রাখেন, ডাঃ রুবাইয়াত বিন করিমের সহধর্মিণী ডাঃ ইসরাত জাহান (এমওডিআরএস, সিভিল সার্জন অফিস কুমিল্লা), দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কবির হোসেন, ডা. নুরুল আবসার মামুন (জুনিয়র কনসাল্টেন্ট শিশু), মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জুলফিকার হাসান, মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস) ডা. আসিফউদ্দৌলা, স্বাস্থ্য পরিদর্শক স্বপন চন্দ্র নাথ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ আলা উদ্দিন, প্রধান সহকারী মোঃ হারুন উর রশিদ, সহকারী পরিসংখ্যানবিদ মোঃ মোশাররফ হোসেন, সিএইচসিপি শহিদুজ্জামান রায়হান, স্বাস্থ্য সহকারী চৈতন জয় দেব নাথ প্রমুখ। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এসময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আলোচিত হন। আরও বলেন, কোভিড-১৯ মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছেন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম গত ২০১৯ সালের অক্টোবরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সম্পত্তি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) হিসেবে পদন্নোতি লাভ করেন। এর আগে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১