আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী (মৎস্য ও মাশরুম) চাষ বিষয়ক দুটি ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয় ও দাগনভূঞা মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ।
এসময় প্রশিক্ষণার্থী ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণে দুটি ব্যাচে অংশ নেওয়া ৬০ জন প্রশিক্ষণার্থীকে যাতায়াত ভাতা প্রদান করা হয়।