আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূঁইয়া ও থানার উপপরিদর্শক (এসআই) রাইটন দেব। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, আনসার ভিডিপি প্রশিক্ষক দিলরুবা আক্তার ও মামুনুর রশীদ।
জানা গেছে, এবারের দূর্গাপুজায় ফেনী জেলা কমান্ড্যান্ট মো. জানে আলম সুফিয়ান এর এক আদেশ মতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (সকল) মন্ডপ ভিত্তিক আনসারের সদস্য-সদস্যাগণকে যথাযথভাবে আইনশৃংখলা রক্ষায় পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্রিফিং দেন।
পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, কোনো অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে উপজেলার ১৯টি পূজা মন্ডপে ১২২ জন আনসার-ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।
কারও কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাতে হবে। ব্রিফিং কার্যক্রমে দূর্গা পূজা মন্ডপসমূহে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূঁইয়া।