আবদুল্লাহ আল মামুন:
পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা বুধবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী পরিচালক ও দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইফতেখার আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল। আরও বক্তব্য রাখেন অর্জুন (এফপিআই) রামনগর। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও মোঃ ইফতেখার। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক, পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারীগণ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাতৃ মৃত্যু, শিশু মৃত্যুর হার ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারন রোধ করা এবং বাল্যবিয়ে রোধ করার ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে। বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা সেবা গ্রহণে সর্বস্তরের জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারলেই সবার কাছে সহজে এই সেবা পৌঁছে দেয়া সম্ভব।
উল্লেখ্য, ১৮ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।