আবদুল্লাহ আল মামুন:
‘৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল, থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘সরকার দেশের মানুষের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার পরিকল্পিত জনসংখ্যা তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন বলেন, টেকসই উন্নয়নে পরিকল্পিত ও দক্ষ জনসম্পদের গুরুত্ব অপরিসীম। তাই টেকসই ও প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে দেশের সকল সক্ষম দম্পতির কাছে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য তথ্য ও সেবা পৌঁছে দিতে কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগ।
আলোচনা সভা শেষে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য উপজেলায় ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মী ও প্রতিষ্ঠানকে সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী যমুনা রাণী দাস শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শকা হাজেরা বেগম শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হুমায়ুন আমিন, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার মজুমদার। উপজেলার শ্রেষ্ঠ ইউপি হিসেবে ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনকে পুরস্কৃত করা হয়।