আজ ৭ই নভেম্বর, ২০২৪, ভোর ৫:৪১

দাগনভূঞায় নানা অনিয়মে হসপিটালের নার্সের লাখ টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

স্বাস্থ্য অধিদপ্তরে বেঁধে দেয়া ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনায় দাগনভূঞা উপজেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।


রবিবার (২৯ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে উপজেলার পৌর শহরের ন্যাশনাল হসপিটালের কর্মরত সেলিনা আক্তার ওরফে (চায়না) নামের এক ব্যক্তিকে নার্সিং সম্পর্কিত কোনো ডিগ্রি না থাকায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। একইদিন উপজেলার দরবেশের হাট ডায়াগণষ্টিক ও হাসপাতালের নিবন্ধন না থাকায় ও নানা অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়।


উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে ওইদিন উপজেলার ন্যাশনাল হসপিটালের কর্মরত সেলিনা আক্তার ওরফে চায়না নামের এক ব্যক্তির নার্সিং সম্পর্কিত কোনো ডিগ্রি না থাকায় রোগীর ট্রিটমেন্ট প্রদান করায় ওটি এসিস্ট রোগীকে ড্রেসিং ও ইনজেকশান পুশ করা নানা অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে এ জরিমানা করা হয়।

সেলিনা আক্তার ওরফে চায়নায় দীর্ঘ ১৮ বছর কোনো ডিগ্রি ছাড়া ওই হসপিটালে নার্সিংয়ে কাজ করে যাচ্ছে এবং সে দাখিল পাস।একইদিন উপজেলার দরবেশের হাট ডায়াগণষ্টিক ও হাসপাতালের নিবন্ধন না থাকায়, হাসপাতালেরর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখা ও সেলাই সুতা কেমিকেল রিএজেন্ট পাওয়ায় হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। হসপিটাল কর্তৃপক্ষকে আগামী ১ দিনের মধ্যে সকল কাগজপত্র দাখিল করার নির্দেশ প্রদান করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, নার্সিং সম্পর্কিত ডিগ্রি ছাড়া রোগীকে সেবা প্রদান করার অপরাধে সংশ্লিষ্ট আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে নার্সিং সেবা দিতে পারবেন না মর্মে সর্তক করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, দাগনভূঞা উপজেলায় লাইসেন্সবিহীন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না।

প্রতিটি প্রতিষ্ঠান বিধি মেনেই চালাতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাইসেন্স বিহীন হাসপাতাল ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ উদ্দিন আকবর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০