দাগনভূঞা প্রতিনিধি:
আনন্দঘন ও জাক-জমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দাগনভূঞা প্রেসক্লাবের ২০২২ সালের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দাগনভূঞা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি এম.এ তাহের পন্ডিত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে ক্লাবের দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি সিরাজ উদ্দিন দুলাল।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের পর বিদায়ী সভাপতি
সিরাজ উদ্দিন দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি এম.এ তাহের পন্ডিত, প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র ওমর ফারুক খান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের (ভিপি দুলাল), দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট কাজী রবিউল হক রবি উকিল, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম আবদুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোবারক হোসেন, দেশ টিভি ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউছুফ আলী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম খাঁন,
সেনবাগ প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোম্পানিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক মোঃ রনি, দাগনভূঞা পৌর প্যানেল মেয়র মোহাম্মদ ফারুক, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার গোলাম কিবরিয়া আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা নূরুল আফছার (ভিপি আফছার), হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মাষ্টার বিজন ভৌমিক ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখার শিবলু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নূরুল হুদা সেলিম, পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মিজান, পৌর কাউন্সিলর মোঃ একরামুল হক, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, সাবেক কাউন্সিলর হাজী আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল আউয়াল, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম, আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ লোকমান হোসেন, নেয়াজপুর মকবুল আহমেদ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মঈন উদ্দিন চৌধুরী ও রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সেনবাগ প্রেসক্লাব নেতৃবৃন্দ, দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দ,
রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় পৌর কাউন্সিলরবৃন্দ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু করা হয়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাজমুল হক ও গীতা পাঠ করেন প্রেসক্লাবের সদস্য নিমাই মজুমদার। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী মোঃ রেজাউল।
অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটির নেতৃবৃন্দেকে
ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের মধ্য দিয়ে প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি হয়।
সভায় নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করে বলেন, সততা, বস্তুনিষ্ঠতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে গণমাধ্যম কর্মীদের সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২২ সালের নতুন কমিটি গঠিত হয়।