আবদুল্লাহ আল মামুন:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে সাধারণ সভা স্থানীয় মেডিকেয়ার হাসপাতালের হলরুমে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহ্বায়ক আবু ছায়েদ বোরহানের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য গ্রাম ডাক্তার এ.আল মামুন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর ছিদ্দিক।
কেন্দ্রিয় সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক জি এম মজুমদার জেলা সহ-সভাপতি ও ফেনীর স্বাস্থ্যকথা পত্রিকার সম্পাদক গ্রাম ডাক্তার কাজী নজির আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, আলকেমি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ.টি.এম লুৎফুর করিম মজুমদার, মেডিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য আবু হায়দার পলিন।
বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু, মেডিকেয়ার হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জয়া বিশ্বাস, দাগনভ‚ঞা উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সাবেক সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীল, গ্রাম ডাক্তার মোঃ শহীদ উল্যাহ, গ্রাম ডাক্তার কামাল উদ্দিন।
গ্রাম ডাক্তার কাজী ওবায়দুল্লাহ ফারুক ও গ্রাম ডাক্তার লক্ষণ চন্দ্র নাথ। এসময় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তবর্গ সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দাগনভূঞা উপজেলা গ্রাম ডাক্তার সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসময় গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলকে সভাপতি, গ্রাম ডাক্তার শহীদ উল্যাহকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু ছায়েদ বোরহান ও গ্রাম ডাক্তার এ.আল.মামুন জুয়েলকে সহ-সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয়। এসময় বক্তারা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সমিতির সকল সদস্যদের সফলতা কামনা করেন।