আজ ২৯শে এপ্রিল, ২০২৪, রাত ২:০১

দাগনভূঞায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

দাগনভূঞায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালি

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) ইস্কান্দার নূরী, প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খান।
সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা মোঃ সুলতানুল আলম চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, আনসার ভিডিপি কর্মকর্তা এ কে এম রুহুল আমিন ভূইয়া, ইউডিএফ মোঃ ইসমাইল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আজিম সিদ্দিকী প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ বিজয় চত্বরে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওইদিন সন্ধ্যায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০