হালিম সৈকত তিতাস কুমিল্ল থেকে।
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ক্লাব লিমিটেড এর উদ্যোগে বিজয়ের ৫০ বছর উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১০ টায় আসমানিয়া বাজার থেকে বিজয় র্যালি শুরু করা হয়।
র্যালিটি আসমানিয়া বাজার থেকে শুরু হয়ে দড়িকান্দি, দুলারামপুর হয়ে দাসকান্দিতে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন তিতাস ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন পলাশ।
রংবেরংয়ের সাজ সজ্জা আর বাদ্যযন্ত্র বাজিয়ে প্রায় কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় র্যালিটি। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ সভাপতি তাজিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, কোষাধ্যক্ষ মোঃ সোহেল, সাব কমিটির সভাপতি রফিকুল ইসলাম নিরব, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিনসহ সকল সদস্যবৃন্দ। বিকেলে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ বিজয় দিবস কনসার্ট।