ছাতক প্রতিনিধি।
ছাতকে হাজী মহসিন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ২য় বারের মতো ফ্রি সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। রোববার সকালে শহরের বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি-খতনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাষ্টের পরিচালক জসীম উদ্দিন সালমান।
অভিজ্ঞ ডাক্তার দ্বারা অর্ধশতাধিক শিশুকে এ ফি খতনা করানো হয়। টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের সহযোগিতায় ফ্রি খতনা কার্যক্রম সকালে দোয়া মাহফিলের মধ্যদিয়ে শুরু করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক। খতনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর জসীম উদ্দিন সুমেন।
এ ছাড়া শহরের জালালিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, ট্রাষ্টের আজমল মিয়া, গোলাম সারোয়ার টিপু, হাজী আসাদ উদ্দিন রুমেন, সালেক আহমদ, রাসেল চৌধুরী, জিয়া উদ্দিন আদনান, জহির উদ্দিন দিনান, জাকির আহমদ রিপন, কামরুল হাসান শাওন, ইমন মিয়া, সাহিদ মিয়া, জিসান মিয়া, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। খতনা শেষে প্রত্যেক শিশুর হাতে একটি করে উপহার তুলে দেয়া হয়।