আজ ২৫শে এপ্রিল, ২০২৪, দুপুর ২:২৮

ছাতকে প্রথম বারের মতো বিদেশী সেফাক টাকরো খেলার টুর্ণামেন্টের আয়োজন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ছাতক প্রতিনিধি।

ছাতকে প্রথম বারের মতো বিদেশী খেলা সেফাক টাকরো খেলার টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে শহরের আকিজ ফ্যাক্টরী সংলগ্ন মাঠে সেফাক টাকরো খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তরুন উদ্যোক্তা মাওমুদুল করিম নেওয়াজ।

ছাতক সেফাক টাকরো ক্লাব কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টর উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিড়া সংগঠক জাফর আহমদ, কাশেম মিয়া, বাদশা মিয়া, আজিম উদ্দিন প্রমূখ। থাইল্যান্ডের এ খেলাটির মাঠ অনেকটা ব্যাডমিন্টন মাঠের মতো। মাঠের মাঝ বরাবরে থাকে ব্যাডমিন্টন খেলার নেটের মতো একটি নেট।

প্রতি টিমে থাকে ৩ জন করে খোলোয়ার। একটি নির্ধারিত মাঝারী আকারের বল দিয়ে এ খেলা খেলতে হয়। উভয় দলের খেলোয়ার বলটি মাথা অথবা পা দিয়ে এক শর্টে বা হেডে নেটের উপর দিয়ে মাঠের প্রতিপক্ষে অংশে পাঠাতে হয়। বলটি পাঠাতে না পারলে অথবা বলটি মাঠের যে অংশে পড়বে পয়েন্ট পাবে তার প্রতিপক্ষ দল। এ ধরনের খেলা ছাতকে এ প্রথম শুরু হওয়ায় ক্রিড়ামুদি যুবকদের মধ্যে বেশ আকর্ষনিয় হয়ে উঠে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০