ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার(১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে কোটি টাকা মূল্যের অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড.বিনয় জর্জ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত (এমপি), অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড.বিনয় জর্জ,চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তানভীর হাসান( জিকু)।
এম্বুলেন্সটি ভারতের ১০৯ টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স সরবরাহের কর্মসূচির অংশ যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে তার বাংলাদেশ সফরের সময় ঘোষণা দিয়েছিলেন।