ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি অক্সিজেন সিলিন্ডর বিতরণ করা হয়। উপজেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অক্সিজেন সিলিন্ডর বিতরণ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (এমপি)। সভায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।