আজ ২৫শে এপ্রিল, ২০২৪, বিকাল ৪:০৯

চান্দিনায় শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

আসন্ন শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূঁজা কমিটির নেতাদের
এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দও।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান।


সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ চান্দিনা উপজেলা শাখা সভাপতি দিপক আইচ, চান্দিনা উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী লক্ষন সাহা, বাসুদেব চক্র বতী, চান্দিনা রাজ কালী বাড়ি দূর্গোৎসব উদযাপন কমিটি সভাপতি অধ্যাপক শ্রীধর চন্দ্র বণিক, অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক বিষ্ণুপদদে, অরুপ কুমার বনিক, বাবু সুনিল চন্দ্র সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ বিল্লাহ সহ চান্দিনা উপজেলার ১টি পৌরসভায় ১৩ টি ইউনিয়নের পূঁজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তৃতারা এবারের শারদীয় দুর্গাপূঁজা সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে এবারের পূঁজা স্বাস্থ্য বিধি মেনে শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালনের কথা জানান।

এ বছর চান্দিনা উপজেলায় মোট ৭২ টি পূঁজা মণ্ডপে দুর্গাপূঁজার আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা উদযাপন কমিটির সভাপতি দিপক আইচ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০