আজ ২৭শে এপ্রিল, ২০২৪, সকাল ১০:৪৯

চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র‍্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোক চিত্র, চারুকলা প্রদর্শনী, যুব ঋণ বিতরণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ দোয়া ও মাহফিলে শাহাদাৎ বরনকারী শহিদ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. প্রান গোপাল দত্ত।


উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, চান্দিনা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান বাঙালী প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০