ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। সভায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়- অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মো. মজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, প্রধান শিক্ষক মো. কাউসারুজ্জামান, মো. মনিরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, সাহিদা আক্তার, মোহাম্মদ কামরুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।