ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পৃথক ২টি অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।
আটককৃতরা হলো- ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চন্ধখোলা গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে আশীষ সরকার আশিক (২৫), একই গ্রামের সুভাষ মন্ডলের ছেলে দীপ্ত মন্ডল তন্ময় (২৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার, শিমপাড়া মল্লিক বাড়ির মৃত আলী আকবর এর ছেলে মো. সোহেল (২৫), চান্দিনার বল্লারচর গ্রামের মো. জসিম উদ্দিন এর ছেলে সোহাগ হোসেন (২৩)।
জানা যায়, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করে আশিক ও তন্ময় নামের দুই যুবককে আটক করেন উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১০টায় চান্দিনা উপজেলা সদরের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ সোহেল ও সোহাগ নামের দুই যুবককে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব হাসান।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, পৃথক ঘটনায় চান্দিনা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।