ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয়ের কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভায় পৌর স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. শফিউল বাশার ও সাধারণ সম্পাদক আবু মুসা জনিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ওই ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন – চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম প্রমুখ।
এর আগে গত (৪ অক্টোবর) মো. শফিউল ইসলাম বাশার কে সভাপতি, আল আমিন, পনির রহমান, জালাল উদ্দিন, আলী রেজা টিপু, সুনিল চন্দ্র দাস কে সহ-সভাপতি, আবু মুসা জনি কে সাধারণ সম্পাদক এবং রবিউল আউয়াল, মো. রাসেল যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।