সোহাইবুল ইসলাম সোহাগ।
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে ৭২ কেজি গাঁজা জব্দ। কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চকবাজার ফাঁড়ি পুলিশ।এ সময় এ ঘটনায় জড়িত মুকছুদুল হক আলবিকে (২৬) মাদক সহ আটক করা হয়েছে।আটক হওয়া মুকছুদুল হক আলবি কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার মৃত. মনিরুল হকের ছেলে।শুক্রবার (৯ জুন) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে।
এসআই মোঃ আব্দুস সাত্তার,এসআই মোঃ মফিজুল ইসলাম খান,সমির গুহ, এএসআই বিষ্ণু কুমার রায় সঙ্গীয় ফোর্স নগরীর দক্ষিণ চর্থার জনৈক মোঃ আবুল কালামের ৬ ষ্ঠ তলা বসত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে মোস্তাফিজুর রহমানের খালি প্লট হতে ৭২ কেজি গাঁজাসহ মুকছুদুল হক আলবিকে আটক করেন।
চকবাজার ফাঁড়ির অফিসার্স ইনচার্জ কায়সার হামিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা নগরীর দক্ষিণ চর্থা হতে মাদক সহ আসামিকে আটক করি।সে দীর্ঘ দিন মাদক কেনাবেচা করে আসছিলো।তার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে শীগ্রই তাদের ও আমরা গ্রেফতার করতে সক্ষম হবো।কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ সহিদুল বলেন।
মাদক সহ আসামিকে আটক করা হয়েছে।আসামি কে কোর্টে চালান করা হবে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার মহোদয় যুদ্ধ ঘোষনা করেছেন।স্যারের নির্দেশে আমাদের পুলিশ বাহিনী মাদক কারবারিদের আটক করতে সক্ষম হচ্ছেন।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।