আজ ১লা মে, ২০২৪, রাত ২:২১

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত এসআই নিরুপম শ্রেষ্ট কমিউনিটি পুলিশ অফিসার হিসাবে সম্মানিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

বদরুল আমীন, ময়মনসিংহ।

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে শনিবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এই সমাবেশ হয়।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, সুখি সমৃদ্ধ দেশ গড়তে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীল পরিবেশ দরকার। সম্প্রীতি বজায় রাখাসহ নিরাপত্তায় পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। জঙ্গিবাদ ও মাদকরোধের মত বড় বড় কাজে পুলিশ অনেক এগিয়েছে। তিনি আরো বলেন, পুলিশকে বিশ্বের অন্যান্যদের দেশের মত উন্নত পুলিশ দেখতে হলে, পুলিশ এবং জনগনকে একে অপরের সাথে মিলেমিলে কাজ করতে হবে। এভাবে জনগনের সম্পৃক্ততা বাড়লে আইন শংখলা আরো উন্নতি হবে।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর পরিচালনায় বিশেষ অতিথির বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস বলেন, প্রতিরোধ মুলক উদ্যোগ এবং ব্যবস্থা না নিলে সামাজিক সমস্যা আরো বড় আকার ধারণ করবে। তাই সামাজিক সমস্যা নিরসনে জনগণকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও। তোমরা বাঙালী পুলিশ। বাঙ্গালী পুলিশ হতে হলে দায়িত্ব কর্তৃব্য আরো সঠিকভাবে পালন করতে হবে। বর্তমানসময়ে মানুষের চাহিদা অনুযায়ী স¦্র্োচ্য ১০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌছতে হবে। তাহলেই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশণ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সুখি, সমৃদ্ধ উন্নত দেশ গড়া সম্ভব হবে। তিনি মাদক ও জঙ্গিবাদমুক্ত মেধাবী সমাজ গঠনে ভবিষ্যত প্রজন্ম গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মুফতি জালাল উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে সমস্যা চিহিৃত করে দ্রুত সমাধান করতে পুলিশ নিরবিচ্ছিন্ন কাজ করছে। জনগণ এগিয়ে এলে সামাজিক নিরাপত্তা বিধান আরো সহজ হবে। পরে কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্বপুর্ণ অবদান ও দায়িত্বশীল ভুমিকা পালন করায় কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগকে শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসাবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১