নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও কুমিল্লা কেটিসিসিএ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জুনায়েদ শিকদার তপুর বাবা বিএডিসির সাবেক কর্মকর্তা মো: আবুল কাশেম শিকদার মৃত্যুবরণ করেছেন।
তিনি কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী মুন্সেফ বাড়ি নিবাসী। শুক্রবার সকাল সাতটায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুম্মা কুমিল্লা মুন্সেফবাড়ি জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় জানাযায় মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার সহ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ ছাড়াও মসজিদের মুসল্লী ও স্বজনরা অংশগ্রহণ করেন।
মরহুমের জানাযা শেষে কুমিল্লা টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার গভীর শোক প্রকাশ করেছেন।
(সূত্র সিটিভি নিউজ)