আজ ২৬শে অক্টোবর, ২০২৪, রাত ২:২৯

কু‌মিল্লায় বাজারের স্থি‌তিশীলতা রক্ষায় বা‌ণিজ‌্য স‌চি‌বের মত‌বি‌নিময় সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কু‌মিল্লা ২৪ ডিসেম্বর সকালে ১১টায় জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে দ্রব‌্যমূল‌্য প‌রি‌স্থি‌তি ও বিদ‌্যমান বাজার ব‌্যবস্থা নি‌য়ে জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টি ও পণ‌্য বিপণন ম‌নিট‌রিং ক‌মি‌টির সদস‌্যদের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের স‌চিব জনাব তপন কা‌ন্তি ঘোষ এ মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। কু‌মিল্লার স্থানীয় সরকার বিভা‌গের উপপ‌রিচালক মোহাম্মদ শওকত ওসমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সভায় বক্তব‌্য রা‌খেন।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম,কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, জেলা খাদ‌্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, চেম্বা‌রের সহ সভাপ‌তি জামাল আহ‌মেদ, কু‌মিল্লা দোকান মা‌লিক সমি‌তির সে‌ক্রেটা‌রি আ‌তিক উল্লাহ খোকন, জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা মো: নজরুল ইসলাম, জেলা মৎস‌্য কর্মকর্তা শরীফ উ‌দ্দিন, টি‌সি‌বির সহকারী কার্যনির্বাহী সো‌হেল রানা, সদর‌ দ‌ক্ষি‌ণের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শুভা‌শিস ঘোষ।

অতি‌রিক্ত জেলাপ্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শাহাদাত হো‌সেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডিএস‌বি) মো: আফজাল হো‌সেন। সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন সিভিল সার্জন অ‌ফি‌সের ডা. সৌ‌মেন রায়,আদর্শ সদর উপ‌জেলার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার,বু‌ড়িচং উপ‌জেলার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, চা‌ন্দিনার উপ‌জেলার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা, রাজগঞ্জ, রানীর বাজার, নিউমা‌র্কেট, বাদশা মিয়‌ার বাজার ও চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ডেই‌রি ফার্ম এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি, প্রেসক্লা‌বের প্রতি‌নি‌ধি, সাংবা‌দিক।

সুশীল সমাজের নেতৃবৃন্দ বি‌ভিন্ন সরকা‌রি দপ্ত‌রের অ‌ফিস প্রধান এবং বি‌ভিন্ন স্টেক‌ হোল্ডার‌বৃন্দ। প্রধান অ‌তি‌থি সক‌লের বক্তব‌্য অত‌্যন্ত আন্তরিকতার সা‌থে শো‌নেন ও প্রাপ্ত প্রস্তাবগু‌লোর ব‌্যাপা‌রে উদ্যোগ নেওয়ার ব‌্যাপা‌রে আশ্বস্ত ক‌রেন। তি‌নি ব‌লেন, সাম‌নে ভোজ‌্যতেল যা‌তে খোলা বি‌ক্রি না হয় সে ব‌্যাপা‌রে সরকার উ‌দ্যোগ নি‌য়ে‌ছে। টি‌সি‌বির কার্যক্রম সম্প্রসার‌ণ করা হ‌বে।

ব‌লেও তি‌নি আশ্বস্ত ক‌রেন।তি‌নি জেলাপ্রশাস‌কের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ দু‌টি ক‌মি‌টির কর্মকা‌ণ্ডে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন এবং ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন বাস্তবায়‌নে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। সভাপ‌তি স্থানীয় সরকার বিভা‌গের উপপ‌রিচালক শওকত ওসমান প্রধান অ‌তি‌থি‌র কু‌মিল্লায় আগম‌নের জন‌্য ধন‌্যবাদ জা‌নি‌য়ে,ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন বাস্তবায়‌নে জেলা প্রশাস‌নের দৃঢ়তা পর্ণব‌্যক্ত ক‌রে এবং উপ‌স্থিত সক‌লের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে সভার সমা‌প্তি ঘোষণা ক‌রেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১