নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম।শুক্রবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার শাহেদুন্নবির কাছে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব কামরুল হাসান খোকন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা নুর হুসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-ফাহাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, উত্তর জেলা সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজ প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী ১৭ মে।মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং ভোট হবে ১৫ জুন। এ সিটিতে ইভিএমে ভোট হবে বলেও জানান তিনি।