রফিকুল ইসলাম।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছররব বার্ষিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী ও কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম এমপি মহোদয়। মঙ্গলবার বিকেল ৪:৩০ ঘটিকায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধিনস্থ সকল অধিদপ্তর, পরিদপ্তর কর্পোরেশনসমূহের প্রধানগণ ও স্থানীয় সরকার বিভাগের সকল উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১২টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ ও স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর মধ্যে এপিএ চুক্তিতে স্বাক্ষর হয়। প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মুখে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছররব বার্ষিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী ও কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম ২০২২-২৩ অর্থবছরে এপিএ তে উল্লিখিত টার্গেট, লক্ষ্য ও শর্তসমূহ বাস্তবায়ন করতে হবে।