আজ ১৪ই মে, ২০২৪, সন্ধ্যা ৭:৪৮

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচন ৭ অক্টোবর।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে উপ-নির্বাচন আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ৮৫তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ভোটের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি আগামী ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটি শূন্য হয়। সাবেক এ ডেপুটি স্পিকার পঞ্চমবারের মতো কুমিল্লা-৭ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছিলেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৭ অক্টোবরের মধ্যে এ আসনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১