আজ ২৭শে এপ্রিল, ২০২৪, সকাল ৮:৪৪

কুমিল্লা সিটি নির্বাচন আওয়ামীলীগের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আশিকুর রহমান আশিক।

সোমবার ১৬মে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কুমিল্লা মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, এছাড়াও উপস্থিত ছিলেন।

কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুর ইসলাম টুটুল। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল হায়দার,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের আব্দুল হালিম শেখ। ও সহযোগী সংগঠনের ৫জন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


মঙ্গলবার ১৭ মে দুপুরে আরফানুল হক রিফাত তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। জানা গেছে, সোমবার দুপুরে দুটি গাড়িতে করে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে আরফানুল হক রিফাতের মনোনয়নফরম সংগ্রহ করেন।


এপর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন, বিএনপির স্বতন্ত্র্র প্রার্থী ২ জন, জাতীয় পার্টিও ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন, নাগরিক ফোরাম সংগঠনের স্বতন্ত্র প্রার্থী ১ জন। মোট ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী কাল ১৭ মে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০