নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ৭ অক্টোবর সকাল ৯ টায় কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত নেতৃত্বে ধর্মপুর,শাসনগাছা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে (১) মোঃ জসিম(৩০), পিতা মোঃ জালাল উদ্দিন, সাং শাসনগাছা, (বাস স্টান্ডের উত্তর পাশে), আদর্শ সদর, কুমিল্লা, (২) মোঃ শফিকুল ইসলাম(৩০), পিতা বাচ্চু মিয়া, পানিপাড়া, ভোমরকান্দি, চান্দিনা, কুমিল্লা,(৩) মোঃ ফিরোজ মিয়া(৩০), পিতা মৃত লাল মিয়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, (৪) আব্দুুস ছালাম(৩৫), পিতা হাফিজ মিয়া, সাং কালিকাপুর, কোতয়ালি, কুমিল্লা ও (৫) শফিকুল ইসলাম(২৭), পিতা মৃত নজরুল ইসলাম, নগরপাড়া, বিপাড়া,কুমিল্লা ৫ জন আসামিকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা, আবুবকর সিদ্দিক, এসআই রূপন কান্তি পাল, মুরাদ হোসেন ও তমাল মজুমদার প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন। সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক ব্রজলাল চাকমা, আবুবকর সিদ্দিকসহ বিভাগীয় অন্যান্য সদস্য, পুলিশফোর্স অংশগ্রহণ করেন ।