আজ ২৫শে এপ্রিল, ২০২৪, দুপুর ১২:৫৯

কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাহাদী হাসান কুমিল্লা প্রতিনিধি।

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রলীগের জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি,আলোচনা সভা কেক কাটাসহ বর্ণাঢ্য র‌্যার্লি এর মাধ্যমে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বেলা ১০টায় নগরীর রামঘাটস্থ মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের থেকে মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন।র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ সিহানুক,কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুল হক হিমেল,ফয়সাল খান,নূর মোহাম্মাদ সোহেল,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম।
আরে আগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি উদ্ধোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ,ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,অজিতগুহা মহাবিদ্যালয় সংসদের সাবেক জিএস বাবু সঞ্জয় রায়,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবুল ,কুমিল্লা জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চিত্র রঞ্জন ভোমিকসহ প্রমুখ।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ,কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগ,কুমিল্লা পলিটেকনিক কলেজ ছাত্রলীগ কুমিল্লা অজিতগুহা কলেজ ছাত্রলীগসহ নগরীর ২৭টি ওয়ার্ডের ছাত্রলীগ নেতাবৃন্দ।

উল্লেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ সোমবার (৩ জুন) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটির পথচলা শুরু হয়। সেই থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০