আজ ৫ই মে, ২০২৪, রাত ৮:০৫

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের তৎপরতায় খুন মামলার ০৩ জন আসামী গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ গোলাম কিবরিয়া।

অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম সাকিব কাজী (১৮) পিতা- মোঃ বিল্লাল কাজী গ্রাম- দরিকান্দি থানা- বাঞ্ছারামপুর জেলা -ব্রাহ্মণবাড়িয়া বর্তমান গ্রাম দৌলতপুর (বন্ধন ভিলা বিল্লাল এর ভাড়াটিয়া থানা কোতয়ালী, জেলা কুমিল্লাকে গলা ও হাত কাটিয়া হত্যা করতঃ লাশ বুড়িচং থানাধীন ৪নং ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামের জনৈক সফিকুল ইসলামের ধানী জমির পানির নালায় ফেলে রাখে।ঘটনার প্রাথমিক পর্যায়ে থানা পুলিমের উপস্থিতিতে মৃত ভিকটিম এর লাশ সনাক্ত না হওয়ায় মৃত ভিকটিমের ছবি ফেইসবুক সহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করা হয়।পরবর্তীতে গন মাধ্যম হইতে সংবাদ পাইয়া মৃতার বাবা ঘটনাস্থলে আসিয়া লাশ সনাক্ত করেন। উক্ত ঘটনায় মৃতার পিতা মোঃ বিল্লাল কাজী বাদী হইয়া অজ্ঞাতনামা ৩/৪জন আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বুড়িচং থানার মামলা নং- ০৩ তারিখ- ০৩/০৮/২১ইং, ধারা- ৩৯৪/৩০২/২০১ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার তদন্তভার এস,আই বিনোদ দস্তিদারের উপর অপন হয়।
মামলাটি তদন্তকালে মাননীয় পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লা ও অফিসার ইনচাজ, বুড়িচং থানা দ্বয়ের সার্বিক সহযোগিতায় পুলিশ পরিদশক(তদন্ত) জনাব মাকসুদ আলমের নেতৃত্বে এস,আই বিনোদ দস্তিদার, এস,আই বাদল মিয়া, এএসআই আব্দুল্লাহ, এএসআই মহসিন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০৩/০৮/২১ইং তারিখ বেলা ১৫.২০ ঘটিকার সময় কুমিল্লা কোতায়ালী থানাধীণ পশ্চিম বাগিচাগাঁও ষ্টেশন রোডস্থ বিসমিল্লাহ পাওয়ার বাইক নামক দোকান হইতে ঘটনা সংঘটনকারী আসামী মোঃ ইলিয়াছ (১৯), পিতা- সাহাব উদ্দিন, গ্রাম- ছোটরা, থানা- কোতয়ালী, কুমিল্লা, বাংলাদেশ, বর্তমান : গ্রাম- রেইসকোর্স, থানা- কোতয়ালী, কুমিল্লাকে ছিনতাইকৃত অটোগাড়ীর ০৫টি ব্যাটারীসহ আটক করা হয়। উক্ত আসামী মোঃ ইলিয়াছের তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতায়ালী থানাধীন কালিয়াজুড়ি এলাকা হইতে ০৩/০৮/২১ইং তারিখ ১৭.৪০ঘটিকার সময় কিশোর অপরাধী মোঃ ফেরদৌস ইসলাম (১৬), পিতা- সাইফুল ইসলাম, সাং- রেইসকোস, থানা- কোতায়ালী, জেলা- কুমিল্লা ও মোঃ রাজু হোসেন (১৭), পিতা- আব্দুল আল কাইয়ুম, সাং- কালিয়াজুড়ি, থানা- কোতায়ালী, কুমিল্লা দ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত কিশোর অপরাধীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে ০৩/০৮/২১ইং তারিখ ১৮.৪০ ঘটিকার সময় বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়নের বিন্দিয়ারচর (গন্ডুল) সাকিনের ময়নামতি বাজার টু নামতলা সড়কের হাজী বাড়ীর উত্তরে পশ্চিম পাশে রাস্তায় ছিনতাইকৃত ১) একটি পুরাতন ব্যাটারী চালিত অটোগাড়ী উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আসামীরা দায় স্বীকার করে অদ্য ০৪/০৮/২১ইং তারিখ বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১