আজ ২৯শে ডিসেম্বর, ২০২৪, রাত ১:৫৪

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চক্রের পাঁচ জন গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর চকবাজারে গত ১৩ মার্চ প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়ে হামলাকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লা। র‌্যাব কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লা জানায়,গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জন খোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশী অস্ত্র হাতে দিনের আলোতে মহড়া করে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের নেতা রাজ্জাক গ্রুপের অন্যতম সদস্য মোঃ হৃদয়(২১), পিতা-মোঃ মনির হোসেন, সাং-গর্জন খোলা,মোঃ নিজাম উদ্দিন মিঠু(২২), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-উত্তর চর্থা (তেলা পুকুরপাড়), গ্রুপের প্রধান মোঃ রাজ্জাক(৪৮), পিতা-মৃত মালু মিয়া, সাং-গর্জন খোলা, রবিন গ্রুপের অন্যতম সদস্য মোঃ সজিব মিয়া(২৯), পিতা-মৃত ওহাব মিয়া, সাং-সাংরাইশ এবং মোঃ নাজমুল হাসান দীপু(৩২), পিতা-আবুল কাশেম,সাং-চক বাজার বালুধুম সর্ব থানা-কোতয়ালী এবং সর্ব জেলা কুমিল্লাকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন,৯টিরামদা এবং স্টীলের তৈরী লাঠিউদ্ধার করা হয়। র‌্যাব জানায়,তাদের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশী অস্ত্রসহ তারা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১