গোলাম কিবরিয়া।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় জেলা পুলিশের অভিবাবক মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ ইকতার মিয়া, এএসআই/মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ০৩/১১/২০২১ খ্রিঃ তারিখ ১৬.০০ ঘটিকার সময় দেবিদ্বার থানাধীন কাবিলপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের উত্তর পাশ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর থেকে মাদক বহনকালে মাদক ব্যবসায়ী ১। মোঃ রাশেদ খাঁন মিলন(২৫), পিতা- মোঃ ফরিদ, মাতা- মনোয়ারা বেগম সাং- রামনগর তাঁতের কাঁঠি(খাঁ বাড়ী, ইউনিয়ন- নাজিরপুর)।
থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, ২। মোঃ সাজিদ সরকার শাওন(২৮), পিতা- মোঃ হেলাল, মাতা- মোসাঃ মাবিয়া বেগম, সাং- প্রযত্নে: মোঃ বিল্লাল, বাসা নং- কে/৪১, রোড নং- ১৩, দক্ষিন বনশ্রী, থানা- খিলগাঁও, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন। এই সংক্রান্তে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।