কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক সীমান্তবর্তী চৌদ্দগ্রামে মাদক ও উগ্রবাদবিরোধী সমাবে
রফিকুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি
মাদক ও উগ্রবাদকে কে না বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি এই স্লোগানকে সামনে রেখে আজ ২৬/৭/২৩ তারিখে কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক চৌদ্দগ্রামের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অত্র মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজিবুল হক এমপি সাবেক রেলপথমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়
জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর এই মাদকবিরোধী মতবিনিময় সভায় মাদকের নেতিবাচক দিক সম্পর্কে সকলকে সতর্ক ও সচেতন করা হয় সভায় প্রধান অতিথি মহোদয় উপস্থিত দুই হাজারের অধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন কুমিল্লা থেকেই কুমিল্লার পুলিশকে মাদক নির্মূলে উদাহরণ সৃষ্টি করতে হবে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন তাই পুলিশ বাহিনীকেও জিরো টলারেন্স নীতিতে থেকে মাদক নির্মূলে কঠিন ভূমিকা রাখতে হবে কুমিল্লা সীমান্তবর্তী জেলা এখানে প্রতিনিয়ত মাদক আসছেন

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম সহকারি পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল জনাব জাহিদুল ইসলাম
কুমিল্লা সীমান্তবর্তী জেলা এ জেলার ৫টি থানা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ৫ টি সীমান্তবর্তী থানার শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ জনাব শুভ রঞ্জন চাকমা।