নেকবর হোসেন।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২১-২২ সেশনে সভাপতি জসিম উদ্দিন ও মো. কবির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল (২৬ আগস্ট) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টায় প্রধান প্রিজাইডিং অফিসার জেলা আইনজীবী সহকারী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন) নির্বাচনী ফল ঘোষণা করেন।
নির্বাচনে জসিম উদ্দিন ২৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান (মজিব) পয়েছেন ১৭৪ ভোট। ৩৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কবির হেসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ মোহাম্মদ রায়হান পেয়েছেন ১৪৬ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. রবিউল হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন রুবেল নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) মো. বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক সুজন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোলাইমান কবির।
নির্বাহী সদস্য হয়েছেন, মো. শাহ জাহান মিয়া, মো. আবু তাহের ফরাজী, মো. মোবারক হোসেন, মো. শাহ জাহান ও মো. আবুল কাশেম।