নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় ১১ টি অক্সিজেন সিলিন্ডার, ৩ সেট হাইফ্লো নজেল ক্যানোলা সহ অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে অক্সিজেন সিলিন্ডারসমুহ প্রদান করেন কুমিল্লা এনজিও সমাজ এবং হাইফ্লো নজেল ক্যানোলা সহ ৩ সেট মেডিক্যাল সামগ্রী প্রদান করেন এমপি বাহারের একজন শুভাকাঙ্খী।
শনিবার (১৪ আগস্ট) বিকেল ৩ টায় জেলা সিভিল সার্জন কার্যলয়ে চলমান করোনা মহামারি মোকাবেলায় মেডিক্যাল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন ,জেলা বিএমএ সভাপতি ডা,বাকি আনিছ মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোরশেদ আলম, এনজিও প্রতিনিধি অধ্যাপক লোকমান হাকিম রোকেয়া বেগম শেফালী,দিলনাশী মোহসেন, মাহমুদা আক্তার সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
এসময় হাজী বাহার এমপি বলেন, কুমিল্লা করোনা মোকাবেলায় জেলা প্রশাসন,জেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ , জনপ্রতিনিধি , সাংবাদিক ও এনজিও সহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। করোনা চিকিৎসা নগরী দুইটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের বিনা খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুটি হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান চিকিৎসা সামগ্রী নিয়ে মানুষের কল্যানে এগিয়ে এসেছে। আমরা সম্মিলিতভাবে করোনা মোকাবেলায় সফল হব ইনশাল্লাহ।