ইয়াছিন আরাফাত
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনায় ৮শ পিস ইয়াবাসহ নূরুল হক শেখ(২৬) নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল নামক স্থানে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া নূরুল হক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হারুন মোল্লাকান্দি গ্রামের হাসেম শেখ এর ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক মো. আব্দুস সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নূরুল হকের সাথে ৮ শ’ পিস ইয়াবা পাই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চান্দিনা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।