নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ(১৯ মার্চ) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা অভিযান চালিয়ে বিবির বাজার সীমান্ত এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা জেলার আদর্শ উপজেলার বিবির বাজারের গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।
মোঃ আবদুস সাত্তার (৩০) প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।