আজ ৫ই এপ্রিল, ২০২৫, রাত ৯:৪৩

কুমিল্লায় ভোক্তার সঙ্গে প্রতারণা, কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, সয়াবিন তেলে ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে আবির কনজ্যুমারস ফুড প্রোডাক্টসের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার ছান্দ্রা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
বিষয়টি নিশ্চিত করে সুকান্ত সাহা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি ভোজ্যতেলের বোতলের গায়ে টিচার সয়াবিন তেলের লেবেল পাল্টিয়ে স্টার সয়াবিন তেলের লেবেল লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা ওজনেও কম দিচ্ছেন। সেই সঙ্গে উৎপাদিত বিভিন্ন পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এসব কারণে প্রতিষ্ঠানটির মালিক রাকিব উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০