আজ ১৬ই জানুয়ারি, ২০২৫, সকাল ৬:০২

কুমিল্লায় ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের গাড়ি জব্দ দুই জন গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ‘বৈধ কাগজপত্রবিহীন ৬০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান জব্দ এবং দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী সোমবার বিকালে নগরীর টমছম ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয় বলে পুলিশ ও বিজিবি জানিয়েছে আটকরা হলেন এসএ পরিবহন লিমিটেডের সুপারভাইজার মো. গোলাম সরোয়ার (২৭) ও কাভার্ডভ্যানের চালক মো. আবদুল আজিজ (২৪)।


কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, বিকালে টমছম ব্রিজ এলাকায় ১০ বিজিবি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ও উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ ওই কভার্ডভ্যান জব্দ করে।


এ সময় আনুমানিক ৬০ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দসহ দুইজনকে আটক করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক বলেন জব্দ পণ্যের বৈধ কোনো রশিদ দেখাতে পারেনি আটককৃতরা পণ্যগুলোর মধ্যে ৪৭ হাজার ৫১৮টি নেহা মেহেদী, ৪ হাজার ২০০টি বিভিন্ন প্রকার বাজি, ১ হাজার ৮৮৪টি মুভ ক্রিম, ৬ হাজার ৩৬০টি স্ক্রিন সাইন ক্রিম এবং ১ হাজার ৪৪০ প্যাকেট বাউন্স বিস্কুট রয়েছে বলে তিনি জানান।


সোমবার রাতে ভারতীয় এসব মালামালসহ আটকদের কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী জানান, আটক দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১