আজ ১৮ই মে, ২০২৪, বিকাল ৫:৫০

কুমিল্লায় প্রাইভেটকারের স্পেয়ার টায়ারের ভিতরে করে ইয়াবা পাচাঁর কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিমপুর এলাকা থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারের স্পেয়ার টায়ারের ভিতর করে ১৬ হাজার পিস ইয়াবা পরিবহন কালে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ অক্টোবর চৌদ্দগ্রামের কাশিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অভিনব কায়দায় প্রাইভেটকারের স্পেয়ার টায়ারের ভিতর করে ইয়াবা পরিবহন করার সময় ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।


আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কক্সবাজারের টেশনাফ উপজেলার ডেনলপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ হোসেন আহম্মেদ (২৮) ও টেকনাফের জাদিমুড়া গ্রামের নুর আহম্মদের ছেলে মোঃ নজু মোল্লা (২৫)।
প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।


উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১