নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় অভিনব কায়দায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে ফেন্সিডিল বহনকালে মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গতকাল ১৮ আগস্ট বিকালে গোমতী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আটককৃত যুবক কুমিল্লা সদরের সাওলপুর গ্রামের মৃত খোদা নেওয়াজ@ সাধু মিয়ার ছেলে ১৯ আগস্ট কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে এছাড়াও অভিনব কায়দায় মাদক পরিবহনের জন্য জব্দকৃত প্রাইভেটকারের পিছনের অংশে গ্যাস সিলিন্ডারের ভেতর পরিবহন করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।