মোঃ গোলাম কিবরিয়া।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীতে অভিযান চালিয়ে ফাইজুর রহমান সজীব (৩২) নামে এক ভুয়া পুলিশকে গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় সোমবার (২৬ জুলাই) সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফাইজুর রহমান সজীব নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী খলিফার ছেলে।
ওসি আনোয়ারুল আজিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ জুলাই) রাতে মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের জ্যাকেট পরিহৃত এক হোন্ডা চালককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মাদক ব্যবসায়ী ফাইজুর রহমান সজীবকে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।