নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৬ জানুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে২,৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো।

কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার পশ্চিম রেইসকোস গ্রামের মোঃ ইমাম হোসেনএর স্ত্রী সীমা আক্তার কেয়া(২৬) এবং একই জেলার বুড়িচং থানার কংশনগর (কুলু বাড়ী) গ্রামের মোঃ বিপ্লব হোসেন এর স্ত্রী রানু বেগম(৪৫)।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।