নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সাদিয়া স্টোরে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালায় টাস্কফোর্স। দোকানে তল্লাশি চালিয়ে পরে লুকিয়ে রাখা ১৫২ পিস ইয়াবা, ২০ বোতল মদ ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দোকানের মালিকের নাম মো. মোর্শেদ। তার বাড়িও একই এলাকায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন মোর্শেদ। আজ অভিযানে আমরা হাতেনাতে তাকে আটক করি।’
তিনি জানান, মোর্শেদের বিরুদ্ধে মাদকের মামলা করা হবে। বুধবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।