নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ দেবপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ীর উপ-পরিদর্শক কাজী হাছান,সহকারী উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলা,সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ২ টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করে। এসময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।
আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামে মৃত নূরুল ইসলামের ছেলে আইয়ূব আলী (৪৯), ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের মৃত হক মিয়ার ছেলে মোঃ আশিক (২৬), কুমিল্লার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামের ফরচান মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০), কোতয়ালী মডেল থানার বলরামপুর গ্রাসের মৃত আবদুর রহমানের ছেলে আল-আমিন (২৬)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।