আজ ৩রা মে, ২০২৪, রাত ৮:৫৯

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে শনিবার গভীর রাতে রাকিবুল হাসান রনিকে গ্রেপ্তার করা হয়।

১৯ বছর বয়সী রনির বাড়ি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রোববার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকালে সিলেটের দিকে যেতে থাকা ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচজনের মৃত্যু হয়। আহত হন দুজন। অটোরিকশার নিহত চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপ্ন এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থানায় চালকের নামে মামলা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, থানায় হস্তান্তরের পর রনিকে আদালতে তোলা হবে

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১